সিলেট পোষ্ট রিপোর্ট : গত ১৪ মে অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্য স্পাই’র জন্য নতুন মুখ খোঁজার প্রক্রিয়া হিসেবে একটি ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসএমএস-এর মাধ্যমে আগ্রহীদের রেজিস্টেশন করতে বলা হয়। এসএমএস পাঠানোর সুযোগ শুরু হয়ে ২০ মে থেকে। এখন পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি এসএমএস জমা পড়েছে। এসএমএস পাঠানো যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার প্রতিযোগীদের অডিশন ২৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ১৫ টি ক্যাটাগরিতে মোট ২৫ জন শিল্পী এই প্রতিযোগিতা থেকে বিজয়ী করা হবে।
‘ট্যালেন্ট হান্ট’ আয়োজনে অনন্তকে সহযোগিতা করছে টেলিকম কোম্পানি রবি। রবির গ্রাহকরা সেলফোনে এসএমএস-এর মাধ্যমে এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।