সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে এক বিদ্যুৎ প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও গ্রাহক হয়রানরি গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব বরাবরে ৭জুন রোববার লিখিত এ অভিযোগ প্রেরণ করেন নগরীর কাজীটুলাস্থ মক্তব গলির ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম লস্কর।অভিযোগে প্রকাশ, শহিদুল ইসলাম লস্কর তার ব্যাবসা প্রতিষ্ঠানে ডিজিটাল মিটার স্থাপন করে নিয়মিত বিদ্যুৎবিল পরিশোধ করে আসছেন।গত ১জুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট-এর আম্বরখানাস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর উপ-সহকারী প্রকৌশলী কায়েস বিন আলী শহিদুল ইসলামের অনুপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কোন কারন ছাড়াই মিটারে বিভিন্ন যন্ত্রাংশ খুলে এলামেলো করে চলে যান। পরে ওইদিন রাতেই তার ঘনিষ্ট লোক মাধ্যমে শহিদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। টাকা না দিলে ম্যাজিষ্ট্রেট দিয়ে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা-জরিমানা সহ তাকে গ্রেফতার করাবেন বলে হুমকি দেন। শহিদুল ইসলাম টাকা দিতে অপরগতা প্রকাশ করলে উপ-সহকারী প্রকৌশলী কায়েস বিন আলী তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শহীদুল ইসলাম লস্কর তার আবেদনে ঘুষখোর এ উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব রাবরে প্রেরিত অভিযোগের অনুলিপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেযারম্যান, বিউবো সিলেট-এর প্রধান প্রকৌশলী, বিতরণ অঞ্চল বাগবাড়ি সিলেট ও জেলা দুর্নিতী দমন কমিশনসহ নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ ১ আম্বরখানা, সিলেট এবং সিলেটের জেলা প্রশাসক সহ বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে।