সিলেটপোস্টরিপোর্ট:সাবেক স্পিকার ও দলের প্রতিষ্ঠাকালীন নেতা শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।রোববার রাতে এক শোক বিবৃতিতে তিনি বলেন, “সাবেক স্পিকার ও বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির সদস্য শেখ রাজ্জাক আলীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত শোকবার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।রোববার বেলা পৌনে ৩টায় খুলনায় নিজের বাড়িতে মারা যান রাজ্জাক আলী।৮৭ বছর বয়সী রাজ্জাক আলী ক্যান্সারে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
রাজ্জাক আলীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৮, ২০১৫ | ১:৩৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »