সিলেটপোস্টরিপোর্ট:প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো বাতিল ও পুনঃনির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষনার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। সোমবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচী বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে পূর্বঘোষিত ফাইনাল পরীক্ষা বাদে সকল ক্লাস ও পরীক্ষা দুই ঘন্টার জন্য বন্ধ রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা।প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা বলেন-“চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষনা আসতে হবে। শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী সময়ে ঘোষিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে সকল বৈষম্য দূরীকরণপূর্বক সিলেকশন গ্রেডভুক্ত অধ্যাপকের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতনস্কেল ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”তিনি আরোও বলেন, “এই কর্মসূচী সরকার বিরোধী, কোন ব্যাক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে কোন আন্দোলন নয় এ আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের ন্যায্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য।”উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ৫ জুন সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচী পালন করা হয়েছে।