সিলেটপোস্টরিপোর্ট:চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে খালাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে এক যুবতিকে দুই যুবক ডিবি পুলিশ পরিচায় দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের হিরা মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৫) ও একই গ্রামের তার সহযোগী আব্দুল জাহিরের পুত্র আব্দুল হক (৩২)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার লস্করপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জনৈক যুবতি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামের তার খালাতো ভাই কবির মিয়ার সাথে সাতছড়িতে ঘুরতে যায়। জাতীয় উদ্যানের পুকুড়পাড় নামক স্থানে ঘুরতে গেলে আটককৃতরা নিজেদেরকে ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। হুমকি-ধামকি দিয়ে এক পর্যায়ে কবির মিয়া (২৫)কে বেধরক মারপিট করে গাছের সাথে বেধে রাখে। এ সুযোগে আলমগীর ও আব্দুল হক ওই যুবতিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সে শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে চুনারুঘাট থানার এসআই হরিদাস সরকার এর নেতৃত্বে একদল পুলিশ ধর্ষিতা যুবতিকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করে নিয়ে আসে। ধর্ষিতা যুবতি জানায়, সে অলিপুর প্রাণ কোম্পানিতে চাকুরী করে। গতকাল রবিবার রাতে নাইট শিফটে কাজ ছিল। তাই সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরে সন্ধ্যায় তার কর্মস্থলে যোগদান হওয়ার কথা ছিল।
চুনারুঘাট সাতছড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যুবতিকে গণধর্ষণ !আটক-২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৮, ২০১৫ | ২:১৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »