সিলেট পোষ্ট রিপোর্ট : হারিয়ে যাবে ইন্টারনেট। সম্প্রতি সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমনটাই আভাস দিলেন সার্চ ইঞ্জিন গুগলের প্রধান এরিখ স্কিমিট।
এরিখ স্কিমিট বলেন, ইন্টারনেট শিগগিরই মানুষের জীবনের প্রতিটি অংশের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে। আর এটি কার্যকরভাবে মানুষের দৃষ্টির আড়ালে ‘হারিয়ে’ যাবে এবং অগোচরে চলে যাবে ।
তিনি বলেন, নানা সেন্সর বা স্পর্শক ও যন্ত্রপাতি এসে যাবে এবং ইন্টারনেট ব্যবহার করছি তা আর উপলব্ধি করার কোনও উপায়ই থাকবে না। নতুন একটি বেশ মজার বিশ্বের অভ্যুদয় ঘটেছে, প্রত্যেকের প্রয়োজনকে সামনে রেখে ইন্টারনেটকে উচ্চমাত্রায় ব্যক্তিগতকরণ করা হবে এবং তা অতিমাত্রায় ইন্টার-অ্যাকটিভ হয়ে উঠবে।
ইন্টারনেট একজন মানুষকে সব সময়ই জড়িয়ে রাখবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এমন হবে যে, আপনি একটি ঘরে ঢুকলেন এবং ঘরের প্রতিটি জিনিসের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করে দিলেন। সবটাই হবে স্পর্শে।