‘পদ্ম পাতার জলে’র জন্য ইউনিভার্সিটিতে মিম

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৫, ৪:৪৩ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : আজ দুপুরে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘পদ্ম পাতার জলে’র প্রমোশনের জন্য যান ছবিটির নায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক তন্ময় তানসেন, নায়ক ইমন সহ আরো অনেকে।
মিম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা ‘পদ্ম পাতার জলে’র প্রমোশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছি। সেখানে ছবিটি নিয়ে স্টুডেন্টেদের সাথে কথা বলছি। এই ছবিতে নতুন কি পাচ্ছে তারা তা নিয়ে কথা বলছি। সবাই খুব আন্তরিক ভাবে আমাদের রেসপন্স দিচ্ছে। ‘পদ্ম পাতার জলে’র গান শুনাচ্ছি। সবাই গান শুনে চিৎকার দিয়ে উঠছে, নাচানাচি করছি। অন্য রকম একটা অনুভূতি যা আসলে বলে বুঝানো যাবে না। আমাদের ইচ্ছে আছে ১০-১৫টি ইউনিভার্সিটি ভিজিট করবো’।
তারা ৪ জুন বিইউএফটি (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড ট্যাকনোলজি) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্য দিয়ে প্রমোশন শুরু করেন। আসছে রোজার ঈদে ‘পদ্ম পাতার জল’ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।