সিলেট পোষ্ট রিপোর্ট : নায়িকা ববি কিছুদিনের মধ্যেই নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। ‘পিকনিক’ নামের এই নতুন ছবি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ১৫ জুন ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এ ছবির মূল অভিনেত্রী ববি। আর ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার নায়ক ওম। প্রেম- ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী। আর এ জন্যই ‘পিকনিক’ ছবির কাজে হাত দেওয়া। ছবিটি সম্পর্কে নায়িকা ববি বলেন, ‘এ ছবি সম্পূর্ণ ভৌতিক ঘরনার ছবি হতে যাচ্ছে। রাজধানীর ভেতরে জঙ্গলঘেরা এলাকার পাশাপাশি দেশের বাইরেও ছবিটির দৃশ্যায়ন হবে। ছবির কাজ জুনে শুরু হচ্ছে। এ ছবি নিয়ে আমি বেশ আশাবাদী।’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডয়া। ববি অভিনীত সবশেষ ছবি মুক্তি পায় ‘অ্যাকশন জেসমিন’, যা ব্যবসায়িকভাবে তেমন সাফল্য পায়নি। ওই ছবির নিদের্শনাও দেন ইফতেখার চৌধুরী। আসছে ঈদ উৎসবে নায়িকা ববির কোনো ছবি মুক্তি না পেলেও তাঁকে দেখা যাবে অতিথি চরিত্রে। এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসব তোমায়’ ছবিতে তিনি এই অতিথি চরিত্রে অভিনয় করেছেন। গল্পে শাকিব খানকে নিজের চরিত্রেই দেখা যাবে, মানে চলচ্চিত্রেও তিনি শাকিব খান সুপার স্টার। আর এই ছবিতে সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।