সিলেটপোস্টরিপোর্ট:গোয়াইনঘাট উপজেলার ১নং রোস্তমপুর ইউপি সচিব আবুল হোসেন এর উপর চেয়ারম্যান ও তার সহযোগী ধারা সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসুচির আওতায় সিলেট জেলা ইউপি সেক্রেটারী সমিতি (বাপসা) কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালিত হয়। অবস্থান এবং ধর্মঘটের এক পর্যায়ে জেলা প্রশাসক ও গোয়াইনঘাটের নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে আশ্বস্ত করেন যে চেয়ারম্যান এবং তার সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগ্রই ব্যবস্থা নেয়া হবে। তাদের আশ্বস্তের প্রেক্ষিতে অবস্থান কর্মসুচি সাময়িক প্রত্যাহার করা হয়। তাদের আশ্বাসের প্রেক্ষিতে যদি শন্তুসজনক কোন ফলাফল না পাওয়া যায় তাহলে আগামী ১৫ জুন ২০১৫ইং সাধারন সভার মাধ্যমে পরবর্তি কর্মসুচি ঘোষনা করা হবে। এতে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি তোফায়েল হোসেন ভুইয়া, সেক্রেটারী ফয়জুল ইসলাম, সাংগঠনিক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ ইয়াহিয়া সিদ্দিকসহ জেলা সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশ গ্রহন করেন।
ইউপি সচিব এর উপর হামলার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৪:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »