সিলেটপোস্টরিপোর্ট:সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী মো. উমর ফারুক সম্পদ হোসেন বাঁচতে চায়। সুন্দর এই পৃথিবীর আলোছায়ায় বাঁচতে চায় আরও কিছু দিন। মো. উমর ফারুক সম্পদ হোসেন মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পিতৃহীন এ এতিম তরুনটির দেহে হঠাৎ করে দুই মাস আগে এ রোগ ধরা পড়ে। সিলেটের একাধিক ডাক্তারের কাছে ইতিমধ্যে সে চিকিৎসা নিয়েছে। কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষন নেই। ইতিমধ্যে তার অভাব-অনটনের পরিবার প্রায় দেড় লক্ষাধিক টাকা চিকিৎসা বাবদ ব্যয় করে ফেলেছেন। সিলেটের চিকিৎসকরা জানিয়েছেন, আরও উন্নত চিকিৎসার জন্য মো. উমর ফারুক সম্পদ হোসেনকে ঢাকায় নিয়ে চিকিৎসা প্রদান করতে হবে। দিতে হবে ক্যামো থ্যারাপিও। ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. উমর ফারুক সম্পদ হোসেন সিলেট নগরীর পশ্চিম শেখঘাটের ২৪ উত্তরণ নং বাসার বাসিন্দা। তার পিতা মরহুম গুলজার হোসেন তিনি সিলেট সিটি করপোরেশনের কর্মচারী। কয়েক বছর আগে পিতা মারা গেছেন। এখন তাদের অভাব অনটনের সংসারে মো. উমর ফারুক সম্পদ হোসেনের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। মাত্র ৪ লাখ টাকা হলেই বাচঁতে পারে মো. উমর ফারুক সম্পদ হোসেন। এমন আশ্বাস দিয়েছেন ঢাকার চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা করানো যাচ্ছে না। অন্যদিকে, মো. উমর ফারুক সম্পদ হোসেনও ক্রমাগত ধাবিত হচ্ছে মৃত্যুর মুখে। মো. উমর ফারুক সম্পদ হোসেন’র চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা : একাউন্ট নং ৬১৭০, অগ্রনী ব্যাংক, কাজিরবাজার শাখা, সিলেট। মোবাইল-০১৭৩৬-৩৬৪১৯৮।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত পিতৃহীন উমর ফারুককে বাঁচাতে এগিয়ে আসুন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৬:০২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »