চট্টগ্রামে আনন্দ বাজার এলাকায় বন্ধুর হাতে বন্ধু খুন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৫, ৭:৪৪ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের আনন্দ বাজার এলাকায় কেরাম খেলাকে কেন্দ্র করে আব্দুল মান্নান (১৮) নামে এক যুবককে হত্যা করেছে তার অপর বন্ধু ফাহিম।মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সোলায়মানের ছেলে। তারা উভয়েই আনন্দ বাজার এলাকায় থাকতো বলে জানা গেছে।বন্দর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, কেরাম খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে ফাহিমের কিল-ঘুষির আঘাতে মান্নান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনার পর পর ফাহিমকে এলাকার লোকজন আটক করলেও পুলিশ আশার আগে সে পালিয়ে যেতে সক্ষম হয়।অন্যদিকে নিহত মান্নানের পিতা সোলায়মান বাদি হয়ে ফাহিমকে একমাত্র আসামি করে বন্দর থানায় মামলা করেছে।