নগরীর আখালিয়ায় টিলা ধ্বসে আহত ৩

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ২:৪২ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া মোহনা আবাসিক এলাকায় টিলা ধ্বসে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিবারের অভিযোগ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান টিলার মাটি কাটায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ইলিয়াছ অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি ওই টিলার মালিক নন, মাটিও কাটাননি।আহতরা হলেন- মোহনা আবাসিক এলাকার বাসিন্দা ও আখালিয়া নবাবী মসজিদ মাকের্টের সাবেক সহ-সভাপতি হেলাল আহমদের স্ত্রী রুবী বেগম (২৪), ছেলে নাহিম আহমদ (৭) ও গৃহকর্মী রুবিনা বেগম (১৭)।জানা গেছে, গত রাত থেকে সিলেট নগরীতে প্রবল বৃষ্টি শুরু হয়। অবিরাম বৃষ্টির কারনে বৃহস্পতিবার সকালে নগরীর আখালিয়া মোহনা আবাসিক এলাকার বাসিন্দা হেলাল মিয়া ও আহাদ মিয়ার বাড়ির পাশ্ববর্তীটি টিলাটি ধ্বসে পড়ে। টিলা ধ্বসে হেলাল আহমদের ঘর ভেঙ্গে যায়। এ সময় তার স্ত্রী, ছেলে ও গৃহকর্মী ঘর চাপা পড়ে আহত হন।হেলাল আহমদ অভিযোগ করে বলেন, কিছু দিন আগে তাঁর বাড়ির পাশ্ববর্তী টিলাটি থেকে মাটি কেটে নেন স্থানীয় কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। টিলার মাটি কাটার ফলে বৃষ্টিতে ধ্বসের ঘটনা ঘটেছে।স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আখালিয়া মোহনা আবসিক এলাকায় একটি টিলা ধ্বসের খবর শুনেছি। টিলাটির মালিক আলী বাহার চা বাগান। তিনি টিলার মাটি কাটার কথা অস্বীকার করেন।কাউন্সিলর ইলিয়াছ আরও জানান- টিলার মাটি চাপায় কেউ আহত হওয়ার খবর তিনি পাননি। টিলা ধ্বসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন।