সিলেট পোষ্ট রিপোর্ট : জনপ্রিয় টিভি মুখ ‘পিয়া বিপাশা’ চুক্তিবদ্ধ হলেন নবাগত পরিচালক বুলবুল বিশ্বাস এর নির্মাণাধীন ‘রাজনীতি’ ছবিতে। ‘রাজনীতি ছবির কাজ শুরু হয়েছে অনেক অাগে থেকেই, কিন্তু এতদিন গোপন ছিল নায়িকার নাম। অবশেষে বুধবার বিএফডিসিতে পিয়া বিপাশা’কে নায়িকা হিসেবে চূড়ান্ত করে পরিচালক বুলবুল বিশ্বাস। ‘রাজনীতি’ ছবিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও আলোচিত নায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন ‘পিয়া বিপাশা’। এর আগে ছবিটির প্রথম লটের সুটিং হয় দুইদিন এর জন্য হিমালয়ের দেশ নেপালে। এদিকে আগামী আগষ্ট মাসের প্রথম দিকে ছবিতে পিয়া বিপাশা’র সিকুয়েন্স এর সুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক বুলবুল বিশ্বাস।
উল্লেখঃ পিয়া বিপাশা অভিনীত প্রথম ছবি ‘রুদ্র – দ্যা গ্যাংস্টার’ মুক্তির অপেক্ষায় রয়েছে, এছাড়া সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী হাবিব এর সুর ও কন্ঠে ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও আর এতে মডেল হয়ে বেশ প্রশংসিত হয়েছেন প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করা ‘পিয়া বিপাশা।