সিলেট পোষ্ট রিপোর্ট :বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। স্থানীয় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় নয়াবাজার স্পোটিং ক্লাব ধীতপুর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পঙ্কী খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রতিযোগিতার উদ্যোক্তা প্রবাসী আজিজুল হক ও ফয়জুল হক প্রমুখ।
বিশ্বনাথে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১২, ২০১৫ | ৮:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »