সিলেট পোষ্ট রিপোর্ট : এ বছরও অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনায় তৈরি হচ্ছে ‘লাক্স স্টাইল চেক।’ এ অনুষ্ঠানটি গত বছর প্রচার হয়েছিল দেশের ১৫টি চ্যানেলে। এবার অনুষ্ঠানটি প্রচার হবে ১৮ চ্যানেলে। ‘স্টাইল চেক’ উপস্থাপনা করেছিলেন নুসরাত ফারিয়া এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী সামিয়া। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মেহের আফরোজ শাওন, ফেরদৌস, রিয়াজ, ঈশিতা, বিন্দু, মৌসুমী হামিদ, ভাবনা, এসআই টুটুল, পড়শী, শারমিন লাকী সহ ১৬ জন তারকা।
তবে অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন চিত্রনায়িকা পপি। যিনি আবার লাক্স ফটোজেনিক চ্যাম্পিয়ন। এবার পপির জায়গায় চিত্রনায়িকাদের মধ্যে অনুষ্ঠানে অংশ নিয়েছেন দীর্ঘদিন ধরে ক্যামেরা থেকে দূরে থাকা পূর্ণিমা। সম্প্রতি তিনি অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন কোক ষ্টুডিওতে।
শুধু পূর্ণিমাই নয়, অনুষ্ঠানটিতে আরো অংশ নিয়েছন বেশ কিছু নামী-দামী তারকা। যাদের মধ্যে ছিলেন শমী কায়সার, অপি করিমের মতো তারকা। পর্দায় কম দেখা যায় এমন তারকাদের বাছাই করেই অনুষ্ঠানটিতে আনা হয়েছে বলে অনুষ্ঠান সংশ্লিষ্ট একজন জানান। তাছাড়া লাক্স-এর অনুষ্ঠান বলে লাক্স তারকাদের সমাবেশ ঘটানাে হয়েছে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন টয়া ও সোনিয়া হোসেন। তানিয়া আহমেদ বলেন, এ অনুষ্ঠানে তারকারা নিজেদের ফ্যাশন নিয়ে বলবেন। পাশাপাশি কোথায় সুলভ মূল্যে ভাল জিনিস কিনতে পাওয়া যায়, দর্শকদের সে খোঁজখবরও জানানো হবে। অনুষ্ঠানটি দর্শকদের ঈদ কেনাকাটার জন্য সহায়ক হবে ।