সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সদর উপজেলায় নিখোঁজের একদিন পর আবুল কালাম (২৫) নামে মুদি দোকানের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মানসীনগর গ্রামের একটি খেলার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।আবুল কালাম সিলেটের বিমানবন্দর থানার ভাটা কোরবানটিলার আবদুল বারীর ছেলে। তিনি শিবের বাজারের মানসীগ্রামে মামা শফিক মিয়ার মুদি দোকান পরিচালনা করতেন।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শুক্রবার বিকেলে মানসীনগর খেলার মাঠে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করবেন বলে জানান ওসি।
সদরে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৩, ২০১৫ | ৫:২৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »