সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জের বাজারে উঠেছে স্থানীয়ভাবে চাষ করা বিষমুক্ত আনারস (আশাউড়ার আনারস)। প্রতিদিনই শহরের বালুরমাঠ এলাকায় বসা হাটে কেনা-বেচা হচ্ছে এসব আনারস।সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে চাষি ও পাইকাররা হাটে নিয়ে আসেন রাসালে এ ফল। বিভিন্ন আকারের আনারস বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ছোট আকারের আনারসের মূল্য প্রতি হালি ৮০ টাকা এবং বড় আকারের আনারসের প্রতি হালি ১৫০ টাকা।সদর উপজেলার সীমান্তবর্তী আশাউড়ার এলাকার রসুলপুর, দর্পগ্রাম, পেচাকোনা গ্রামে প্রায় এক যুগ ধরে পাহাড়-টিলায় চাষ হয় আনারস। যা স্থানীয়ভাবে আশাউড়ার আনারস হিসেবে পরিচিত। এ বছর আনারসের ভালো ফলন হয়েছে। বিষমুক্ত (কিটনাশক মুক্ত) হওয়ায় বাজারে এই আনারসের চাহিদা রয়েছে ব্যাপক।বালুরমাটের আনরাস বিক্রেতা সোলেমান মিয়া বলেন, আমি আশাউড়ার গ্রামের বাগান থেকে আনারস এনেছি, ১৮ কুড়ি আনারস নৌকাযোগে হাটে নিয়ে আসা সোলেমান বলেন, প্রত্যেক বছর আসাউরা গ্রামে ভালা আনারস হয়। বাগানের মালিকরা এতে কোন মেডিসিন দেয় না।আরেক বিক্রেতা মধু মিয়া বলেন, আসাউরার আনারসের স্বাদ খুব মিষ্টি। তাই এ আনারসের চাহিদাও অনেক। আনারস ক্রেতা জুয়েল আহমদ উত্তরপূর্বকে বলেন, আমাদের এলাকার আনারসে কোন বিষ নাই। কোন ফরমালিন নাই। সদর উপজেলার আশাউরা গ্রামের আনজব আলী বলেন, এবার ফলন ভাল হয়েছে। আমরা বাগানে কোন বিষ দেই না।জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহেদুল হক জানান, বিষমুক্ত হওয়ায় এসব আনারসের চাহিদা অনেক বেশি। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আনারস দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।
সুনামগঞ্জের বাজারে বিষমুক্ত আনারস
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৩, ২০১৫ | ৬:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »