সিলেট পোষ্ট রিপোর্ট : ছিনতাইয়ের অভিযোগে ঢাকার পশ্চিম মালিবাগ থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মতিউর রহমান তন্ময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বায়েজিদ আহমেদ হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র।
শনিবার ভোরে পশ্চিম মালিবাগের ডাক্তার সাহেবের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রমনা থানার উপ-পরিদর্শক টোকনুজ্জামান জানিয়েছেন।
তিনি সিলেট পোষ্টকে জানান, “তাদের থেকে একটি ক্যামেরার লেন্স, চারটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।”
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব বিন আমিন ও তার চাচাত ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সিয়াম হাসান মালিবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন।
তাদের অভিযোগের ভিত্তিতে মতিউর ও বায়েজিদকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই টোকনুজ্জামান।
শিহাব সিলেট পোষ্টকে বলেন, তার চাচাত ভাই সিয়াম ফটোগ্রাফির কাজ করেন। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানের ছবি তুলে দেন তিনি। ইন্টারনেটে ‘সিম ফটোগ্রাফি’ নামের তার একটি সাইট আছে। সেখানে সিয়ামের ফোন নম্বর দেওয়া আছে।
শুক্রবার সকালে সিয়ামকে ফোন করে একজন তার ভাগ্নের জন্মদিনের ছবি তুলে দেওয়ার বিষয়ে কথা বলতে পশ্চিম মালিবাগের ডাক্তার সাহেবের গলিতে যেতে বলেছিল। সিয়াম সেখানে সঙ্গে নিয়ে গিয়েছিল শিহাবকে।
শিহাব বলেন, “আমরারাত ৯টার দিকে পৌঁছালে ৮/১০ জন যুবক গলির এক কোনে নিয়ে আমাদের মারধর করে ক্যামেরা, মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।”
শিহাব শনিবার সকালে থানায় গিয়ে গ্রেপ্তার দুজনকে শনাক্ত করেছেন।
এই ছিনতাইয়ের পেছনে আগের কোনো শত্রুতার যোগসূত্র থাকতে পারে বলে সিলেট পোষ্টের জিজ্ঞাসায় বলেন শিহাব।