সিলেটপোস্টরিপোর্ট:কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাকুরী সরকারী করণ করার দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ সিলেট এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সাবরেজিষ্টারী অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে এসোসিয়েশনের সভাপতি আবু ইব্রাহিমের সভাপতিত্বে ও নিজাম আলদিন এবং জুনেদ আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মতসির আলী মোল্লা, জেলা সাধারণ সম্পাদক সাইদ মিয়া, জয়েন্ট সেক্রেটারী রুম্মান আহমদ, তপন কান্তি দে, আতিকুর রহমান, বাবর মিয়া, শাহাব উদ্দিন, আব্দুল মালেক, আতাউর রহমান, জয়প্রকাশ দে, পাবন ঘোষ, বনফুল দে, ভবতোষ দত্ত, তোয়াহিদ মিয়া, ছালেহ আহমদ, রুহেল আহমদ, খলিলুর রহমান, মাসুক মিয়া, সুগ্রিব দে শাওন, মোতাহার হোসেন, নুর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি। কিন্তু এত পরিশ্রম করার পরও আমাদেরকে সঠিক ভাবে মুল্যায়ন করা হয়নাই। তাই সরকারের প্রতি আকুল আবেদন যে, আমাদের চাকুরী সরকারী করণ করার জন্য অনুরোধ করছি। নতুবা আমরা সারা বাংলাদেশে নকল নবিশগণ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসুচি দিতে বাধ্য হবো।