সিলেটপোস্টরিপোর্ট:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) শ্রেষ্ট সংগঠকের পুরষ্কার পেলেন সিলেট বিভাগীয় চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধি শেখ লুৎফুর রহমান। গত রোববার ঢাকার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির শওকত মিলনায়তনে কেন্দ্রিয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে মাপসাস‘র সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রাশিদ চৌধুরী।সাংবাদিক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য টিপু সুলতান।অনুষ্ঠানে সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। সারাদেশের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সংগঠক নির্বাচিত হন মাপসার‘র সিলেট বিভাগীয় চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান।
মাপসাস‘র দেশসেরা সংগঠক সিলেটের শেখ লুৎফুর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৫, ২০১৫ | ৬:৫৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »