সিলেট পোস্ট রিপোর্ট : ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার চূড়ান্ত রায়ের জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের পর মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
মামলার চূড়ান্ত রায়ের জন্য মঙ্গলবারের কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয়েছে। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ কার্যতালিকা প্রকাশ করে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এটি হবে মানবতাবিরোধী মামলায় আপিল বিভাগের চতুর্থ রায়। এর আগে আপিল বিভাগের রায়ের পর জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে এবং জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন।
গত ২৭ মে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষে মুজাহিদের মামলাটি রায়ের জন্য ১৬ জুন ধার্য করেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।
এর আগে একই বছরের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।