সংবাদ শিরোনাম
সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «  

বাংলাদেশে ভারতীয় অভিযানের খবরে জামায়াতের উদ্বেগ

70সিলেট পোস্ট রিপোর্ট : ভারতীয় পত্রিকায় বাংলাদেশে সন্ত্রাস নির্মূলের নামে ভারতীয় সেনাদের অভিযানের সম্ভাবনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দলটি দাবি করেছে যদি এ অভিযান হয় তা হবে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভয়াবহ হুমকি।

 

এক বিবৃতিতে দলটি বলছে, কোন অবস্থাতেই ভারতের নিরাপত্তার যুক্তি দেখিয়ে বাংলাদেশে অভিযান চালানোর কোন সুযোগ নেই। সোমবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ শঙ্কার কথা বলেছেন।

 

তিনি বলেন, বাংলাদেশের জনগণের অবস্থান সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারেই স্পষ্ট।

 

বিবৃতিতে বলা হয়, ভারতীয় পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় “উত্তর-পূর্বে জঙ্গী নির্মূলে এবার অভিযান বাংলাদেশে” শিরোনামে প্রকাশিত খবরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি গভীর উদ্বেগ জানাচ্ছে।

 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ভারতীয় পত্রিকার বরাত দিয়ে উক্ত খবরে ‘ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে’ এ অজুহাতে জঙ্গি নির্মূলের নামে ভারত সরকারের বাংলাদেশে অভিযানের কথা বলা হয়েছে। কয়েক দিন পূর্বে ভারতীয় সেনাবাহিনী তার প্রতিবেশী দেশ মায়ানমারে অভিযান চালিয়েছে। এখন সন্ত্রাস দমনের নামে বাংলাদেশে ভারতীয় অভিযানের উল্লেখিত খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি এক ভয়াবহ হুমকি। বাংলাদেশ ও ভারত দু’টি স্বাধীন-সার্বভৌম প্রতিবেশী দেশ। দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পাস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দু’দেশের সমস্যার সমাধান হবে এটাই জনগণের প্রত্যাশান উল্লেখ করেন তিনি।

 

বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারত সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার ব্যাপারে কোন সমস্যার সৃষ্টি হলে সে বিষয়ে বাংলাদেশ সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ এ বিষয়ে সতর্ক রয়েছে বলে আমাদের বিশ্বাস। এ বিষয়ে কোন তথ্য থাকলে ভারত বাংলাদেশকে সরবরাহ করতে পারে কিংবা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। কিন্তু কোন অবস্থাতেই নিরাপত্তার যুক্তি দেখিয়ে বাংলাদেশে অভিযান চালানোর কোন সুযোগ নেই।

 

এটা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি এক ভয়াবহ হুমকি। বাংলাদেশের জনগণের অবস্থান সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একেবারেই স্পষ্ট। বাংলাদেশের জনগণ মনে করে ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ প্রতিকারের জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

 

এর বাইরে গিয়ে ভারত বাংলাদেশের ওপর সেনা অভিযানের উদ্যোগ গ্রহণ করলে তার পরিণতি হবে উভয় দেশের জন্য অত্যন্ত খারাপ।

 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন আশা করি ভারত সরকার যে কোন ধরনের অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.