সিলেট পোস্ট রিপোর্ট : তরুণ পরিচালক সৈকত নাসির তার দ্বিতীয় চলচ্চিত্র তালাশ নির্মাণের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকদিন আগেই। এর পর তিনি একের পর এক ছবির প্রধান অভিনেতা অভিনেত্রীর নাম প্রকাশ করেন। বাপ্পি, বিপাশার পর এবার তালাশে যোগ দিলেন রুদ্র সুমন।
দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনাইয় নির্মিত হবে এই ছবিটি। বাপ্পি ও বিপাশা কবিরের পর এই ছবিতে দেখা যাবে রুদ্র সুমনকে।সম্প্রতি সুমন এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বড় পর্দায় সুমনের ইতোমধ্যে অভিষেক হয়েছে। গত মাসের ২২ শে মে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র অচেনা হৃদয়। ছবিতে তার নায়িকা ছিলেন প্রসূন আজাদ। এবং মুক্তির অপেক্ষায় রুদ্র- দ্যা গ্যাংস্টার চলচ্চিত্রটিও এ চলচ্চিত্রে সুমনের সাথে দেখা যাবে পিয়া বিপাশা কে ।