সিলেট পোষ্ট রিপোর্ট : নগরীর দরগা মহল্লায় পানতা রেষ্টুরেন্টে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল যুবক।এ সময় তারা রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর এবং একজনকে কুপিয়ে চলে যায়।
রেস্টুরেন্টের ম্যানেজার আক্তার হোসেন বেলাল জানান,হঠাৎ করে ১৫/২০ জন যুবক দৌড়ে এসে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এবং কোন কিছু বুঝে উঠার আগেই তারা পুরো রেস্টুরেন্টের সকল চেয়ার-টেবিল,কাচের গ্লাস,বোতল ভাংচুর করে এবং রেস্টুরেন্টের এক স্টাফ রিপন আহমদ (১৯)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে চলে যায় এবং যাওয়ার সময় একটি রামদা ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,বিকেলে আলীয়া মাদ্রাসা মাঠে খেলা নিয়ে মাগরীবের আযানের একটু আগেহ পানতা রেস্টুরেন্টের সামনে দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় আশেপাশের লোকজনেরা সেখান থেকে তাদেরকে সড়িয়ে দেয়। এর ঘন্টা দুয়েক পরেই ১৫/২০জন যুবক ধারালো অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে হামলা চালায়। তাদের ধারণা রেস্টুরেন্টের কোন স্টাফ এ সকল ঘটনায় জড়িত থাকায় হয়ত তাকে মারতে এসে না পেয়ে রিপনকে কুপিয়ে চলে যায়।
রেস্টুরেন্টের মালিক সালাহ উদ্দিন জাহেদ জানান,একদল যুবক এসে তাঁর রেস্টুরেন্টে হামলা চালায়।এ সময় হামলাকারীদের সবার হাতে রামদা,দা এবং দেশীয় অস্ত্র ছিল।তিনি জানান বহিরাগত একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে এসে প্রবেশ করে রেস্টুরেন্টের সকল আসবাবপত্রাদি ভাংচুর করে এবং রিপন নামে এক স্টাফকে কুপিয়ে যখম করে চলে যায়।
রিপন বাচার উদ্দ্যেশে রেস্টুরেন্টের বাথরুমে প্রবেশ করলে সন্ত্রাসীরা রেস্টুরেন্টের বাথরুমের দরজা ভেঙ্গে রিপনের পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে রেখে চলে যায়।
আহত অবস্থায় রিপনকে সিলেট ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে। আহত রিপন আহমদের গ্রামের বাড়ি ছাতকের জাউয়া বাজারে।তার বাবার নাম পাখি মিয়া। ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ জানান,রিপনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।তার শরীরে দুই ব্যাগ রক্ত দেয়া প্রয়োজন।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি বলেন,কে বা কারা এলাকার ভিতর এসে এসব ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উপস্থিত পুলিশ প্রশাশনকে অনুরোধ জানান।
খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতোয়ালি থানার এসআই শাহীন জানান,কিছু সংখ্যাক অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ হামলাকারীদের ফেলে যাওয়া রামদা উদ্ধার করেছে। তারা জানান,হামলাকারীদের ধরতে তারা অভিযানে নামছেন।