সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

আপনি শুধু শোনেন, কোনো নির্দেশ দেন না

3সিলেট পোস্ট রিপোর্ট: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম স্পিকার শিরিন শারমীনকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনেক সমস্যার কথা বলি। তবে আপনি শুধু সেগুলো শোনেন, কিন্তু কোনো রুলিং দেন না। ফলে অনেক সমস্যার সমাধানও হয় না।’

 

শনিবার জাতীয় সংদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাজি সেলিম স্পিকারকে এ কথা বলেন।

 

হাজী সেলিম বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যেসব সমস্যার কথা বলি, আপনি যদি সে বিষয়ে রুলিং দেন তাহলে এগুলোর দ্রুত সমাধান হবে। দেশ-জাতি উপকৃত হবে।’

 

বিভন্ন পত্রপত্রিকায় আসা সুইস ব্যাংকে বাংলাদেশি টাকার কথা উল্লেখ করে হাজি সেলিম বলেন, ‘বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে। যা দিয়ে ছয়টি পদ্মাসেতু তৈরি করা সম্ভব। আর সুইস ব্যাংকে এদেশের কার কার কতো টাকা আছে তা জানার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্নবার চিঠি দিয়ে, চুক্তি করতে চেয়েও কোনো সাড়া পায়নি সুইস ব্যাংকের কাছ থেকে।’ তবে বিদেশে টাকা পাচার হওয়ার বিষটি দেশের স্বার্থেই সুরাহা হওয়া দরকার বলে জানান তিনি।

 

টাকা পাচার রোধ করতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংককে আরো বেশি সক্রিয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে রুলিং জারি করে নির্দেশ দিলে তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করতে বাধ্য হবে। কমিটি করে তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করবে। এতে সমস্যার সমাধান হবে।’

 

‘কিন্তু দুঃখের বিষয়, পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমরা অনেক সমস্যার কথাই বলি, কিন্তু আপনি কোনো রুলিং দেন না। ফলে সমস্যারও সমাধান আমরা পাই না।’ স্পিাকারকে বলেন এ সাংসদ।

 

এদিকে যেসব নাগরিক সাগরে ভাসছে, বিদেশে কবর থেকে লাশ পাওয়া যাচ্ছে এবং জীবিতদের উদ্ধারে বড় ধরনের কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে কিংবা হবে তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি বিবৃতি প্রকাশের আহ্বান জানান আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.