সিলেট পোস্ট রিপোর্ট: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম স্পিকার শিরিন শারমীনকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনেক সমস্যার কথা বলি। তবে আপনি শুধু সেগুলো শোনেন, কিন্তু কোনো রুলিং দেন না। ফলে অনেক সমস্যার সমাধানও হয় না।’
শনিবার জাতীয় সংদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাজি সেলিম স্পিকারকে এ কথা বলেন।
হাজী সেলিম বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যেসব সমস্যার কথা বলি, আপনি যদি সে বিষয়ে রুলিং দেন তাহলে এগুলোর দ্রুত সমাধান হবে। দেশ-জাতি উপকৃত হবে।’
বিভন্ন পত্রপত্রিকায় আসা সুইস ব্যাংকে বাংলাদেশি টাকার কথা উল্লেখ করে হাজি সেলিম বলেন, ‘বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে। যা দিয়ে ছয়টি পদ্মাসেতু তৈরি করা সম্ভব। আর সুইস ব্যাংকে এদেশের কার কার কতো টাকা আছে তা জানার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্নবার চিঠি দিয়ে, চুক্তি করতে চেয়েও কোনো সাড়া পায়নি সুইস ব্যাংকের কাছ থেকে।’ তবে বিদেশে টাকা পাচার হওয়ার বিষটি দেশের স্বার্থেই সুরাহা হওয়া দরকার বলে জানান তিনি।
টাকা পাচার রোধ করতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংককে আরো বেশি সক্রিয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে রুলিং জারি করে নির্দেশ দিলে তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করতে বাধ্য হবে। কমিটি করে তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করবে। এতে সমস্যার সমাধান হবে।’
‘কিন্তু দুঃখের বিষয়, পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমরা অনেক সমস্যার কথাই বলি, কিন্তু আপনি কোনো রুলিং দেন না। ফলে সমস্যারও সমাধান আমরা পাই না।’ স্পিাকারকে বলেন এ সাংসদ।
এদিকে যেসব নাগরিক সাগরে ভাসছে, বিদেশে কবর থেকে লাশ পাওয়া যাচ্ছে এবং জীবিতদের উদ্ধারে বড় ধরনের কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে কিংবা হবে তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি বিবৃতি প্রকাশের আহ্বান জানান আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।