সিলেটপোস্টরিপোর্ট:মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) আপিল মামলার তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে।রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।এর আগে গত ১৬ ও ১৭ জুন ট্রাইব্যুনালের রায় ও রায়সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) পাঠ করেন সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান। এ পর্যন্ত সাকার বিরুদ্ধে আনা তৃতীয় অভিযোগের সপক্ষে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য ও জেরা থেকে পাঠ শেষ হয়েছে।২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির প্রাক্তন সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।
সাকা চৌধুরীর আপিল শুনানি অব্যাহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৫:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »