সিলেটপোস্টরিপোর্ট:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান, রোববার দুপুরে বিমানবন্দরের ফিগ্রেট গেইট-২ থেকে ওষুধগুলো জব্দ করা হয়। তিনি বলেন, আমদানি করা পোশাকের ভেতর লুকিয়ে থাইল্যান্ড থেকে এসব ওষুধ আনা হয়। এর মধ্যে তিন ধরনের ওষুধ আমদানি নিষিদ্ধ। বাকিগুলো অনুমতিক্রমে আমদানি করা যায়।জব্দ করা ওষুধগুলোর আনুমানিক বাজারদর ৬০ লাখ টাকা।”পোশাকগুলোর আমদানিকারক খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৫:২৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »