সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজারের কমলগঞ্জর ভানুগাছ আধুনিক রেলওয়ে স্টেশনে শনিবার থেকে যাত্রাবিরতি শুরু করেছে সিলেট-চট্রগ্রাম ও সিলেট-ঢাকা রোডে চলাচলকারী আন্তঃনগর পাহাড়িকা ও উপবন এক্সপ্রেস ট্রেন।কমলগঞ্জের কৃতী সন্তান বাংলাদেশের প্রধান বিচারপতি এস, কে, সিনহার আগ্রহের কারণে তার নিজ এলাকা ভানুগাছ আধুনিক রেলওয়ে স্টেশনে একইদিনে শনিবার দুটি আন্তঃনগর ট্রেনের বিরতির মাধ্যমে কমলগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়িত হলো।এ উপলক্ষে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন এলাকার ব্যবসায়ী ও সিএনজি চালক সমিতির উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৪টায় যাত্রীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, ভানুগাছ রেলওয়ে ষ্টেশন মাষ্টার রুস্তুম আলী ফকির, সমাজসেবক শফিকুল ইসলাম সুফি। সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন ও আওয়ামীলীগ নেতা সুলতান মনসুর সিদ্দেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোশাহীদ আলী, রাসেল হাসান বক্ত, সাজিদুর রহমান সাজু, এম, এ, ওয়াহিদ রুলু ও বাবুল আহমদ।পরে বিকাল সাড়ে ৫টায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছলে ট্রেনের পরিচালক, চালক ও ট্রেন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ভানুগাছ স্টেশনে যাত্রা বিরতি দিচ্ছে পারাবত ও উপবন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৫:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »