মিসকল নামে চলচ্চিত্র

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫, ২:৫৬ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট: বাপ্পির ‘মিসকল’ ‘মিসকল’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করলেন সময়ের আলোচিত নায়ক বাপ্পি চৌধুরী। সফল পরিচালক সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে
বাপ্পির নায়িকা নবাগত মুগ্ধতা। গতকাল থেকে ডিজে মাল্টিমিডিয়ায় এ ছবির শুটিং শুরু করেন পরিচালক সাফি।
তিনি জানান, ‘মিসকল’ একটি প্রেমের ছবি। আপাতত বাপ্পি ও মুগ্ধতাকে নিয়ে শুটিং শুরু করলাম। অন্য শিল্পীদের কাজ সহসাই শুরু হবে। এদিকে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি এখন মুক্তির মিছিলে। আগামী ৭ই আগস্ট ছবিটি মুক্তি পাবে। আরেক ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র আউটডোর শুটিং বাকি রয়েছে। অন্যদিকে বাপ্পি চৌধুরী এখন দারুণ ব্যস্ত। তার হাতে রয়েছে বেশ কিছু ভাল ভাল পরিচালকের ছবি। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সুইটহার্ট’, ‘আজব প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘বাজে ছেলে’, ‘এপার ওপার’ ইত্যাদি।
পরিচালক সাফিউদ্দিন সাফি বলে, বাপ্পি চৌধুরীর সঙ্গে নবাগত মুগ্ধতাকে নিয়ে আমি ‘মিসকল’ নামে সুন্দর একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।