হিজরা হত্যাকারীদের গ্রেফতার ও হিজরা জুই’র মুক্তির দাবীতে বিক্ষোভ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫, ৪:৪৬ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:নবীগঞ্জের আউশকান্দির এম এ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী নামের হিজরা হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আটককৃত হিজরা জুই‘র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ হিজরা সমিতি। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ হিজরা সমিতির সভাপতি শিখা চৌধুরীর সভাপতিত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অংশ নেয় হিজরা ছায়া, আজিজুল, বুলবুল, সাথি, বিউটি, পাখি, সুমন, সমনা, আছাদ, বাদল প্রমুখ। এ সময় হিজরারা গত ১৯ জুন শুক্রবার রাতে আউশকান্দির এম এ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী খুনের ঘটনায় জড়িত আসল খুনিদের গ্রেফতার করতে ও পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত হিজরা জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানায়।