সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে দৌঁড়ে আসছেন বাদশা। পেছন পেছন দৌঁড়াচ্ছেন এক ঝাড়ুদার। নেহার মাকের্টের সামনে আসার পর বাদশাকে ধরে ফেলেন ঝাড়ুদার। ঝাড়ুর আঘাতে মাথা ফেটে যায় বাদশার। মারামারি থামাতে মানুষের জটলা দেখা দেয়। এগিয়ে আসে পুলিশও। পুলিশ এসে লাঠিপেটা করে ঝাড়ুদারকে সরিয়ে দেয়। আর মাথার রক্ত মুছতে মুছতে বাদশা চলে যান জিন্দাবাজার পয়েন্টের দিকে।আজ বিকাল সাড়ে ৩টার দিকে মারামারির এ ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে ঘটনাটি দ্রুত নিষ্পত্তি হয়ে যাওয়ায় জানা যায়নি বাদশা ও ঝাড়ুদারের মারামারি ঘটনার রহস্য। তবে জিন্দাবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন- বাদশা টোকাই হলেও তার আচরন সন্ত্রাসীদের মতো। প্রায়ই সে জিন্দাবাজারে মারামারি করে থাকে। রাতের বেলা সে হয়ে উঠে বেপরোয়া। প্রায়ই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী, পথচারী ও রিকশা চালকদের সাথে দুর্ব্যবহার করে থাকে সে।
বাদশার মাথা ফাটালো ঝাড়ুদার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৫, ২০১৫ | ৫:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »