সিলেট পোস্ট রিপোর্ট: অস্ট্রেলিয়ান প্রবাসী শ্রীলংকান কোচের অধীনে ঘরের মাঠে তিন বিদেশি দলের চারটি সিরিজ জিতেছে মাশরাফির দল। চুক্তি অনুযায়ী প্রতি সিরিজ জয়ের জন্য বোনাস ২০ হাজার ডলার। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের জন্য পেয়েছেন সাড়ে ১২ হাজার ডলার।
সব মিলিয়ে দায়িত্ব নেয়ার পর বেতন ভাতার বাইরে শুধু উইনিং বোনাস বাবদই চন্ডিকা হাথুরুসিংহের অ্যাকাউন্টে যোগ হয়েছে তাক লাগানো বোনাস, যার পারমাণ ৭৪ লাখ টাকা। গত বছর জুনে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে সর্বোচ্চ বেতনে নিয়োগ পেয়েছিলেন সাবেক শ্রীলংকান ক্রিকেটার হাথুরুসিংহে। প্রায় ২৬ হাজার ডলারসহ ফ্ল্যাট সুবিধা ছাড়াও বছরে তিনবার বাড়ি আসা যাওয়ার বিমান ভাড়া পেয়ে থাকেন অস্ট্রেলিয়ান প্রবাসী এই কোচ।
চুক্তির সময় সিরিজ জয়ের জন্যও বোনাস চেয়েছিলেন তিনি। ওই সময় তাকে বলা হয়, প্রতি সিরিজ জয়ের জন্য তাকে দেয়া হবে ২০ হাজার ডলার করে।
বৃহস্পতিবার বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, তিনি কোচ প্রতি সিরিজ জয়ের জন্য ২০ হাজার ডলার করে পাবেন। যে কয়টি সিরিজ তার তত্ত্বাবধানে বাংলাদেশ জয় পেয়েছে এরই মধ্যে সে টাকা দিয়ে দেয়া হয়েছে। শুধু ভারত সিরিজ জয়ের টাকাটাই বাকি রয়েছে। শিগগিরই পেয়ে যাবেন তিনি।
গত বছর নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হয় হাথুরুসিংহের বাংলাদেশ মিশন। ওই সিরিজে তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এ জয়ের জন্য চন্ডিকা পান ৪০ হাজার ডলার।
এরপর বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ দল। তার তত্ত্বাবধানে বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দলের সঙ্গে কোচকেও দেয়া হয় সাড়ে ১২ হাজার ডলার (১০ লাখ টাকা)।
ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। ঘরের মাঠে নাস্তানাবুদ করে ছাড়ে টাইগাররা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-২০ তে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এ জয়ে ২০ হাজার ডলার জমা হয় চন্ডিকার অ্যাকাউন্টে।
পাকিস্তান সিরিজের উত্তেজনা শেষ হতে না হতেই শুরু হয় ভারত সিরিজ। বৃষ্টির কারণে একমাত্র টেস্টটি ড্র হয়। এরপর ওয়ানডে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে মাশরাফি বাহিনী। দুই ম্যাচেই নিশ্চিত হয় টাইগারদের সিরিজ জয়। এ সুবাদে আরো ২০ হাজার ডলার পাচ্ছেন হাথুরু।
দেশের মাটিতে তিন দেশের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে হাথুরুসিংহের শিষ্যরা। এখান থেকে তার আয় ৮০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে ৬৪ লাখ টাকা। বিশ্বকাপ থেকে সাড়ে ১২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় ১০ লাখ। সব মিলিয়ে ৭৪ লাখ টাকা।