ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু’র প্রথম মৃত্যু বার্ষিকী শনিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫, ৯:৫২ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:গত বছরের ২৭জুন সন্ত্রাসীদের হাতে নিমর্মভাবে নিহত সিলেট মহানগর ছাত্রদল নেতা, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক জিল্লুল হক জিলুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭জুন শনিবার বাদ জোহর ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বাদ আসর মরহুমের বাড়ী ছাতক উপজেলার পালপুর গ্রামে কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।