সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পবিত্র মাহে রমজান আলাহর সন্তুষ্টি অর্জনের মাস। সামাজিক দায়বদ্ধতা থেকে রমজান মাসে পথ শিশুদের নিয়ে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।পথ শিশুদের নিয়ে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-পথ শিশুদের কল্যাণে সাধ্যমত সকলকে এগিয়ে আসতে হবে।হাউজিং এস্টেট কমিউনিটি হলে ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সাকেরের পরিচালনায় শুক্রবার ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল বানাত আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান মুফতি।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বিশিষ্ট সমাজসেবী সোহাদ রব চৌধুরী, ক্রীড়ানুরাগী আহমদ মনির চৌধুরী, সমাজসেবী আখলাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, মাওলানা জাকারিয়া আহমদ, ইমরান গাজী, রাসেল আহমদ, শাহীনুর ইসলাম, জুয়েল আহমদ, কাদির আহমদ কানন, মো. জাবেল চৌধুরী, মিছবাহ আহমদ, সাইদুর রহমান রকি, আহমেদ রবি, তওসীফ আহমদ, মো. নওফেল চৌধুরী, শাওন আহমদ, ফাহিম আহমদ, জাহিদ হাসান পাভেল, মাকিন আহমদ, ইসলাম মাজেদ, আলভী আহমদ, তাহসীন আহমদ, সাদমান আহমদ, মঈনুল ইসলাম, তাকবীর আহমদ, দুলাল আহমদ, ইমন আহমদ, শাহী, অয়ন, ফাহমিদ, তওহীদ আহমদ প্রমুখ।
পথ শিশুদের নিয়ে ইয়ুথ এসোসিয়েশনের ইফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৬, ২০১৫ | ১১:২৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »