সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবি) রিজভী নামের এক বহিরাগতকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাতেন নামের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এক বহিরাগতকে মারধর করে। সে শাবি ছাত্রলীগের সাঈদ-ইমরান গ্রুপের অনুসারী। বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তার প্রেমিকাকে বিশ্ববিদ্যালয় আবাসিক হলে দিয়ে যায়। পরে তাকে একা পেয়ে বাতেন মারধর করে।শাবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, প্রেম ঘটিত কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে স্যারদের সাথে বসে এ ঘটনার মিমাংসা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নতুন নিয়োগ পাওয়া প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত হন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ শামিউল ইসলাম বলেন, প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অতি শীঘ্রই এ ঘটনার বিষয়টি দেখা হবে বলে জানান তিনি।
শাবিতে প্রেমিকাকে হলে পৌঁছে দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেলেন প্রেমিক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৮, ২০১৫ | ৪:৫১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »