সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটি সড়কের উপরে উল্টে যাওয়ায় সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।আহতদের মধ্যে কাঁঠাল ব্যবসায়ী আজগর আলী (৪৫), মনসুর আলীর (৩৫) নাম জানা গেছে। তারা টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। ট্রাকের চালক ও হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, দুপুরে পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রলি সুনামগঞ্জ থেকে দক্ষিণ সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি সড়কের উপর উল্টে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।এসআই শফিকুল হক জানান, যানচলাচল স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে।
সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩০, ২০১৫ | ৪:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »