সিলেটপোস্টরিপোর্ট:হবিগঞ্জের মাধবপুরে নিপু রায় মালাকার (৬০) নামে এক মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন।৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ওইদিন সকালে গোপন সুত্রে খবর পেয়ে মনতলা ক্যাম্পের নায়েক আবু জাফর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মাধবপুর পৌর শহরের সুনাতন মালাকারের ছেলে নিপু রায় মালাকারকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।