সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ জেলার তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালি বিক্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠিত ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের তালই ঢালারপাড় গ্রামের জামাল মিয়া ও মুক্তিযোদ্ধা ছায়েদ মিয়ার নেতৃত্বে ওই গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী তীর কেটে অবৈধভাবে বালি বিক্রি করার সময় নদীর তীরের মালিক দাবী করে একই গ্রামের আব্দুল মনাফ ও তার ছেলে আব্দুনুর মিয়া তাদের লোকজন নিয়ে বাঁধা দেয়। এঘটনার জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়।তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মুক্তিযোদ্ধা ছায়েদ মিয়া (৬৫), তার ছেলে মোবারক হোসেন (২৬) কে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও আব্দুল মনাফ (৬০), তার স্ত্রী হনুফা বেগম (৫০), ছেলে আব্দন ুনুর মিয়া (৩৫), মেয়ের জামাই তাজুল মিয়া (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ২৯ জুন একই ভাবে যাদুকাটা নদীর তীর কেটে বালি ও পাথর বিক্রি নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছিলেন।
সুনামগঞ্জ তাহিরপুরে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত ১০
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২, ২০১৫ | ১০:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »