সিলেটপোস্টরিপোর্ট: মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন চিরন্তন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। ৩জুলাই শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্তোরায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, সংযম ও আত্মশুদ্ধির পাশাপাশি মহান এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পবিত্রতা রক্ষার অন্যতম শর্ত হচ্ছে সকল প্রকার মাদকদ্রব্য পরিহার করা। তাই এ মাসের রোজার অভ্যাসকে কাজে লাগিয়ে ধুমপান সহ সকল প্রকার মাদকদ্রব্য ব্যবহারের কু-অভ্যাসকে পরিবর্তন করে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে ধুমপান ও মাদক নির্মূলের প্রচেষ্টায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের দাম না বাড়াতে এবং যানযট নিরসন, হকার দখলমুক্ত ফুটপাত ও ঈদ উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। চিরন্তনের সভাপতি দিলদার মোহাম্মদ শাহ জাহান’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পংকজ চন্দ্রের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সিলেট ব্যুরো প্রধান প্রবীন সাংবাদিক সংগঠক আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার চিরন্তনের আজিবন সদস্য ফয়ছল আহমদ বাবলু, প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন আফাজ, উপদেষ্টা এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট রাজনীতি বিদ কমরেড সিকন্দার আলী, মানবাধিকার কর্মী (অব:) সেনা অফিসার দেলোয়ার হোসেন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আখলিছ আহমদ চৌধুরী, এড. আব্দুল মুমিন লাহিন, চিরন্তন সদস্য ফাতেমা সুলতানা অন্যা, লুৎফা আহমদ, ফাল্গুনি বৈদ্য নিপা, তাহমিনা আক্তার মিনা, ফাতেমা আহমদ তুলি, কবির আহমদ, আব্দুল্লাহ খোকন, মিজান আহমদ, সমিরন মোদক টিটু, রাসেল আহমদ, এম.এস.এ মাছুম খান, মো: শামসু উদ্দিন, মোঃ মঈনুদ্দিনসহ চিরন্তনের সকল সদস্য ও শুভাকাংখিবৃন্দ।
চিরন্তন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৪, ২০১৫ | ৯:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »