সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় হিউম্যান হলার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মুজিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো দু’জন।নিহত মুজিবুর দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক বলে জানা গেছে। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। রবিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, মুজিবুর দুপুরে অটোরিকশায় যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যাচ্ছিলেন। পথে হালুয়ারগাঁও এলাকায় অটোরিকশাটির সঙ্গে মদনপুর থেকে সুনামগঞ্জগামী একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালক মুজিবুরের।সুনামগঞ্জের ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জে হিউম্যান হলার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৫, ২০১৫ | ৪:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »