সিলেটপোস্টরিপোর্ট:শায়েস্তাগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে মহিলা, পুলিশসহ ১২ জন আহত হয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় ইফতারের পর এ রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় আসামী ধরতে গিয়ে এসআই কৌশিক তালুকদার আহত হন। তবে ঘটনাস্থলে একব্যক্তিকে গেফতার করেছে পুলিশ সে সদর উপজেলার বাতাসর গ্রামের মোঃ আফিল উদ্দিনের ছেলে কানরুল মিয়া (২২)। সংঘর্ষে আহত’রা হলেন, সৈয়দা বানু (৪৫), রাহেলা বেগম (৪২), রেহেনা খাতুন (৪৫), কাউছার মিয়া (১৮), ঝুমা আক্তার (১৬), রুমা আক্তার (১৪), আরজু মিয়া (৫৬)।স্থানিয় সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে শায়েস্তানগরের গ্রীন রোড এলাকায় মৃত হাজী মোঃ ছুরত আলীর ছেলে আরজু মিয়ার সাথে একই এলাকার তাজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল, গতকাল সন্ধায় আরজু মিয়া ও তাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন রক্তক্ষয়ি সংঘর্ষে জরিয়ে পরে।এদিকে হাসপালে গিয়েও চিকিৎসার সময়য় দু-দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবিষয়ে সদর থানার (ওসি) মোঃ নাজির উদ্দিন জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হাসপাতাল ও তার আসে-পাশের এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এএ ব্যাপারে কোন পক্ষই মামলা করেনি বলেও তিনি জানায়।
শায়েস্তাগঞ্জে দু-পক্কের সংঘর্ষে মহিলাসহ আহত ১২ : আটক ১
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৫, ২০১৫ | ৪:৩৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »