সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫তম দিনের মতো চলছে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের একাংশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ এর শিক্ষকবৃন্দের উপাচার্য বিরোধী আন্দোলন। প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টায় আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে ব্যানার টানিয়ে অবস্থান নেন।বিকাল আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহŸায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম দাবী করেন, ‘উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া শিক্ষকদের বাঁধায় ষড়যন্ত্রমূলকভাবে সিন্ডিকেট মিটিং করতে না পেরে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করে দেওয়ার উদ্দেশ্যে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন।’ক্যাপাসের বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলোর দিকে তিনি ইঙ্গিত করে দাবী করেন, ‘উপাচার্য প্রশাসনিক ভবনে অফিস করতে ব্যর্থ হয়ে আঞ্চলিকতাকে উস্কে দেওয়ার জিন্য বিভিন্ন নামসর্বস্ব সংগঠনের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।’এব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া অস্বীকার করে বলেন, ‘এই দাবী স¤পুর্ণ মিথ্যা এবং উনাদের কল্পনাপ্রসূত।
পনেরতম দিনের মতো শাবিতে আন্দোলন অব্যাহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৬, ২০১৫ | ৪:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »