সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের সদর উপজেলার মেজরটিলা নূরপুর এলাকা থেকে মাটিসহ একটি ট্রাক জব্ধ করেছে পুলিশ। টিলা কেটে বিক্রির জন্য ট্রাকে ভর্তি করে মাটি অন্যত্র নেয়া হচ্ছিল। সোমবার বেলা আড়াইটার দিকে ট্রাকটি জব্ধ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মেজরটিলা এলাকার নাগটিলা থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন রতন বাবু। সোমবার ট্রাক দিয়ে টিলার মাটি সরিয়ে নেয়ার সময় বাগড়া বসায় পুলিশ। অভিযান চালিয়ে আটক করে মাটি ভর্তি একটি ট্রাক। আটকের পর ট্রাকটি শাহপরান থানায় নিয়ে যায় পুলিশ।এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, মেজরটিল নূরপুর এলাকা থেকে মাটি ভর্তি একটি ট্রাক জব্ধ করা হয়েছে। ট্রাক ভর্তি মাটিগুলো টিলার কি না তা খতিয়ে দেখা হচ্ছে।