সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের শুকরিয়া মার্কেট থেকে গ্রেপ্তার হওয়া তিন নারী ছিনতাইকারী ফুল মিয়ার কলোনির বাসিন্দা নয়। তারা ধরাধরপুর এলাকায়ও বসবাস করে না। অথচ গ্রেপ্তারের পর তারা পুলিশের কাছে ফুল মিয়ার বাসার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।রোববার পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ফুল মিয়া সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। ফুল মিয়ার পুরো নাম নজরুল ইসলাম ফুল মিয়া। তিনি সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সহ সভাপতি। একই সঙ্গে পূর্ব ধরাধর জামে মসজিদের সাবেক মোতাওয়ালী।গত শুক্রবার রাতে সিলেট নগরীর শুকরিয়া মার্কেট থেকে মহিলার ভ্যানেটিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সুমি বেগম, মলি বেগম ও ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে। এরপর তারা তিনজন পুলিশের কাছে বর্তমান ঠিকানা হিসেবে ধরাধরপুরের ফুল মিয়ার কলোনির বাসিন্দা বলে দাবি করে।সংবাদটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নজরুল ইসলাম ফুল মিয়া জানিয়েছেন, তার কোনো কলোনি নেই। ওই তিন নারী ছিনতাইকারী তার কোনো বাসার ভাড়াটে নয়। তিনি ওদের চিনেন না। ফুল মিয়া দাবি করেন, এলাকার তার বিরোধী একটি মহলের প্ররোচনায় মান সম্মানের হানি ঘটাতে মিথ্যা ঠিকানা দিয়েছে। এজন্য তিনি প্রশাসন সহ সাংবাদিকদের ওদের বর্তমান আবাসস্থলের সটিক স্থান তদন্তের মাধ্যমে খুজে বের করার দাবি জানান।
শুকরিয়া মার্কেট থেকে আটকৃত ৩ নারী ছিনতাইকারীদের দেয়া তথ্য ভুল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৬, ২০১৫ | ৫:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »