সিলেটপোস্টরিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ মো. খোকন মিয়া (২৫) নামে সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার নোয়াগাও গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খোকন কুমিল্লা সেনানিবাসের অটিলারী ব্যাটালিয়নের একজন সৈনিক। আটক খোকন মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার আবু শামার ছেলে।পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নোয়াগাও গ্রামে অভিযান চালায়। এসময় সেনা সদস্য খোকনকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তবে খোকন গত দুই মাস ধরে ছুটিতে থাকায় বাড়িতে না গিয়ে কসবা থেকে কুমিল্লায় নিয়মিত মাদক ব্যবসা করে আসছিল।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ সেনাসদস্য আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৭, ২০১৫ | ৫:৫৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »