সিলেটপোস্টরিপোর্ট:যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার মার্ক ক্লেটন বলেছেন, ‘সমাজের অবহেলিত নারীদের উন্নয়নে ব্র্যাকের কার্যক্রমে সহায়তা করতে পেরে ব্রিটিশ সরকার গর্বিত।’ আজ বুধবার সকালে সিলেটে মাঠ পর্যায়ে ব্র্যাকের দুটি কর্মসূচি পরিদর্শনকালে তিনি একথা বলেন। সকাল নয়টায় খাদিমনগরের বালুচর এলাকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (সিইপি) পল্লী সমাজের মিটিং পরিদর্শনে যান তিনি। তখন এলাকার পল্লী সমাজের সদস্যরা নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে মিটিং করছিলেন। ডেপুটি হাই কমিশনার কমিশনার সদস্যদের সঙ্গে মাদুরে বসেই তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সদস্যদের বিভিন্ন প্রশ্ন করে তিনি পল্লী সমাজের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। সব শুনে ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মসূচি সমন্বয়ক রিটা রোজলিন কস্টা এবং উর্ধ্বতন ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষ এবং কমিউনিকেশনস বিভাগের ম্যানেজার রাকিব অভি।সিইপির কর্মসূচি পরিদর্শনের পর তিনি লাক্কাতুরা চা বাগান এলাকায় যান ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি (এইচআরএলএস) পরিচালিত একটি আইন বিষয়ক ক্লাসে। প্রায় পঁচিশজন নারী সদস্য তখন তাদের বিভিন্ন আইনগত অধিকার নিয়ে ক্লাস করছিলেন। ডেপুটি হাই কমিশনার সেখানেও সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। সদস্যরা তাঁকে জানান, চা বাগান এলাকায় শিশুদের জন্য স্কুল আছে, তবে নারীরাও শিক্ষাগ্রহণে আগ্রহী। একটি বয়স্ক শিক্ষাকেন্দ্র থাকলে তারা অনেকেই লেখাপড়া শিখবেন বলে জানান। চা বাগানের শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে শুনে মার্ক ক্লেটন সরকার ও ব্র্যাক কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। এসময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের হেড অফ কনস্যুলার সার্ভিস হাসিনা রহমান ও সিলেটের কনস্যুলার অফিসার রাহিন এম চৌধুরী। দুটি অনুষ্ঠানেরই সমন্বয় করেন ব্র্যাকের সিলেট জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার। বিদায়কালে মার্ক ক্লেটন উপস্থিত সাংবাদিকদের জানান, গত পাঁচ বছরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয় সরকার ব্র্যাকের কৌশলগত অংশীদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে চার হাজার কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দিয়েছে।
ব্র্যাকের কার্যক্রমে সহায়তা করতে পেরে ব্রিটিশ সরকার গর্বিত-মার্ক ক্লেটন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৮, ২০১৫ | ৩:০৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »