সিলেটপোস্টরিপোর্ট:‘গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার দায়ে’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,‘খালেদা জিয়া মুনষ হত্যা করেছেন। এ ব্যাপারে তদন্ত হচ্ছে। কোন প্রক্রিয়ায় ব্যবস্থা হবে এটা জানে পুলিশ।’বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৪৩২ শিশুকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে।তিনি বলেন, সীমিত টাকাকে ভাগ করতে হয় বলে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হয়েছে।অর্থমন্ত্রী আরোও বলেন, আগামীতে প্রত্যেকটি শিশু প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করতে পারবে। আর এটা সরকারের দায়িত্ব হিসেবে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।