শাস্তির দাবীতে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৫, ৫:১৭ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মহানগর ইউনিট কমান্ডার বভতোষ রায বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ড্যেপুটি কমান্ডার মোঃ আব্দুল খালিক, সিলেট গণদাবী পরিষদের সভাপতি এড. মোঃ শফিকুর রহমান, সাব্বির জালালাবাদি। উক্ত মানববন্ধনে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, চট্টগ্রামে সাতকানিয়ার একজন মুক্তিযোদ্ধা ঢাকায় একটি হোটেলে আত্মহত্যা করেন। বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবী জানান মানববন্ধনে বক্তারা। তা না হলে সিলেট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মনাফ খান, দিপংক চক্রবর্তী, সিরাজ চুনু, নাজমুল হোসেন, জানু মিয়া, মোঃ বশির, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন, মনির উদ্দিন, আবুল কাশেম বকুলসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।