সিলেটপোস্টরিপোর্ট:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রণালয়ে বিভিন্ন দাফতরিক কাজে সক্রিয়ভাবে অংশ না নেয়ার অভিযোগ ছিল সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে। সর্বশেষ গত মঙ্গলবার একনেকের সভায় উপস্থিত না হওয়ায় তার উপর ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরে দিনভর নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত মঙ্গলবার তাকে অব্যাহতি দেয়া হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার মোশাররফ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৯, ২০১৫ | ৫:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »