সংবাদ শিরোনাম
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি- লুৎফুর, সাধারণ সম্পাদক-জহুরুল, কোষাধ্যক্ষ ফয়সল  » «   ডিম, সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার  » «   মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার  » «   আজকে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ স্থগিত পরবর্তী ১৭ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে  » «   গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «  

জৈন্তাপুরে সংবর্ধনা-মাহফুজের ন্যায় বাংলাদেশী প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ণকরা সময়ের দাবী.

3সিলেটপোস্টরিপোর্ট:সৌদি আরবে চলতি সনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগতায় ৬০টি দেশের হাজারাধিক প্রতিযোগির মধ্যে ৩য় স্থান অর্জনকারী সিলেটের কৃতিসন্তান হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ জন্মভূমিতে সুভাগমণকালে ফুলেল ভালবাসায় সিক্ত করা হয়। জানানো হয় বিশাল গণসংবর্ধনা।  সোমবার দুপুরে ওসমানী আন্তজাতিক বিমানবন্দরে তাকে সিলেটের আলেম উলামা, হাফিজে কোরআনগণ ও সর্বস্তরের জনগণ উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে শতাধিক গাড়ীর বহর নিয়ে আব্দুল্লাহ আল মাহফুজকে তার জন্মমাটি জৈন্তাপুরে যাওয়া হয়। এলাকাবাসীর সহযোগিতায় এবং দরবস্ত আল মনসুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দরবস্ত শাহী ঈদগাহ ময়দানে বিশাল গণসংবর্ধনায় বক্তারা বলেন, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, শুধু জৈন্তাপুরের সম্পদ নয়, সে সিলেটের গর্ব এবং বাংলাদেশের সম্পদ। পবিত্র কোরআন নাযিলের মাসে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তয় স্থান অর্জন করে সে লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত করেছে। হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ এর ন্যায় প্রতিভাবান বাংলাদেশী ক্ষুদে তারকাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো সময়ে দাবী ও প্রয়োজন। মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ব্যক্তি মাহফুজকে সম্মান জানানো নয়, এটি মূলত মহাগ্রন্থ আল কুরআনের সম্মান জানানোর অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, দরবস্ত ইউপির চেয়ারম্যান কামাল আহমদ, চিকনাগুল ইউপির চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল গফফার চৌধুরী খছরু, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সহ সভাপতি আব্দুল হক মেম্বার, আব্দুল্লাহ মাহফুজের সৌভাগ্যবান পিতা মাওলানা জয়নাল আবেদীন, তার উস্তাদ হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ এহসান আহমদ, হাফিজ ওলিউর রহমান। দরবস্ত আল মনসুর মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় সম্মাননা সনদ পাঠ করেন মাদ্রাসার সহকারী মুহতামিম হাফিজ তাজুল ইসলাম। দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা ওলিউর রহমান, বিশিষ্ট নুরুল আমিন, বাহারুর আলম বাহার, কুতুব উদ্দিন, কয়েস আহমদ, মাওলানা কবির আহমদ, হাফিজ তোফায়েল আহমদ, মাওলানা রেজাউল করিম, হাফিজ শহিদ আহমদ হাতিমী।
এদিকে দুপুর ১টায় ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়া মংলীরপারের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, তাহফিজুল কোরআন ওয়াস্ সুন্নাহ সিলেটের সহকারী পরিচালক মাওলানা হাবিব আহমদ শিহাব, সাংবাদিক মোঃ রুহুল আমিন নগরী, মাদানী কাফেলার সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
দরবস্তে আয়োজিত গণসংবর্ধনা মহাগ্রন্থ আল কুরআন থেকে সুললীত কণ্ঠে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় শতাধিক অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়। দরবস্ত আল মনসুর মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা সনদও প্রদান করা হয়। সিলেট শহর থেকে জৈন্তাপুর গাড়িরর বহন নিয়ে যাত্রাকালে বটেশ্বর এলাকার জৈন্তা গেইটেও এক সংক্ষিপ্ত সংবর্ধনা জানানো হয় মাহফুজকে। এসময় রাস্তার উভয়ধারে হাজারো পুরুষ মানুষের সাথে মহিলাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানান। মোনাজাতের মাধ্যমে সংবর্ধনার সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.